এই মুহূর্তে জেলা

রং-হীন মানুষের জীবনকে রঙীন করে তুলতে অন্যরকম বসন্ত চুঁচুড়ার তিন বন্ধুর।

সুদীপ দাস, ২০মার্চ:- ওঁদের কাছে পৃথিবীটাই অন্ধকার। তাই তাঁদের জীবনও বে-রঙীন। দৃষ্টিহীন সেইসমস্ত মানুষদের নিয়ে রবিবার এক অন্যরকম বসন্ত উৎসবের আয়োজন করলো চুঁচুড়ার তিন বন্ধু রাজেশ মন্ডল, সুজিত দাস ও কাকা রবি পাল। চুঁচুড়া টেনিস গ্রাউন্ড লাগোয়া গঙ্গাপারে বটবৃক্ষের তলায় মনোরম পরিবেশে এই বসন্ত উৎসব আয়োজিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৫জন দৃষ্টিহীন ভিক্ষুকদের এদিন রঙীন আবিরে রাঙিয়ে তোলা হয়।

সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁদের সাথে সময় কাটাতে উপস্থিত হয়েছিলেন এসিপি হেড কোয়ার্টার মৌমিতা দাস ঘোষ, চুঁচুড়া থানার আধিকারিক অনুপম চক্রবর্তী, উপ-পুরপ্রধান পার্থ সাহা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সকালের টিফিন থেকে দুপুরের আহার দৃষ্টিহীন মানুষদের সাথেই সারেন রাজেশ, সুজিত ও কাকারা। এদিন অসহায় মানুষগুলির গানে মুখরিত হয় ওই এলাকা। অনুষ্ঠান শেষে ৩৫জন মানুষের হাতে নতুন বস্ত্র ও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় তিন বন্ধুর তরফ থেকে।