এই মুহূর্তে জেলা

তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভে মহিলারা, সন্দেশখালির ছায়া হাওড়ায়।

হাওড়া, ২৪ ফেব্রুয়ারি:- সন্দেশখালি-কাণ্ডের ছায়া এবার হাওড়ায়। বালিতে প্রায় পাঁচ মাস আগের একটি রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে শনিবার এক তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করেন এলাকার মহিলারা। এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকায় ফের সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা। শনিবার ঘটনাটি ঘটেছে বালির নিশ্চিন্দা থানা এলাকার কালীতলায়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে রাজনৈতিক ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর রেষারেষিতে উত্তেজনা তৈরি হয়েছিল।

এলাকার জমি সংক্রান্ত বখরা নিয়ে সেই ঝামেলার সূত্রপাত হয়েছিল সেই সময়। এলাকা কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল। ঘটনায় গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত সহ প্রায় ৪০ জন। এক গোষ্ঠীর মারধরে গুরুতর জখম হয়েছিলেন স্থানীয় এক নেতা। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে বারে বারে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এদিনের উত্তেজনা প্রসঙ্গে অভিযুক্ত পক্ষের দাবি, আইনের পথে চলে তারা আদালত থেকে জামিন পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের এলাকায় ঢুকতে দিচ্ছে না তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজন। পাল্টা বিপক্ষ গোষ্ঠীর দাবি, এলাকায় ফের সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। তাই তারাও প্রতিবাদে নেমেছেন।