এই মুহূর্তে কলকাতা

টোটোকে ই-রিকশায় রূপান্তরিত করার উদ্যোগ রাজ্য সরকারের।

কলকাতা, ১৬ জুন:- রাজ্য সরকার টোটোগুলিকে ই-রিকশায় রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছে।ইতিমধ্যেই কিছু টোটোর বদলে ই-রিকশা দেওয়া হয়েছে। আগামী দিনে আরও দেওয়া হবে। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাওয়ের প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন। তিনি বলেন, ই রিকশার বিষয়টি নিয়ে আদালতে মামলা রয়েছে। তা মিটে গেলে ফের এই প্রক্রিয়া শুরু হবে। বিজেপি বিধায়কের অন্যান্য প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেছেন, “পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির জন্য বহু বেসরকারি বাস রাস্তায় নামছে না।

সে কথা মাথায় রেখেই জনগণের সুবিধার্থে ৯০ শতাংশ, কখনও কখনও ৯৫ শতাংশ গাড়ি রাস্তায় নামানো হয়।” বিকল্প হিসেবে রাজ্য সরকার বিদ্যুৎচালিত বাস চালাতে চাইছে। সরকারের যা চাহিদা, সেই অনুযায়ী বাসের ভাড়া দিতে পারছে না সংস্থা। ১২০০ বাসের বরাত দেওয়া হয়েছে। হাতে এসেছে ১০০টি বাস। যার মধ্যে কলকাতায় চলছে ৯৫টি বাস। পাঁচটি চলছে হলদিয়ায়। আরও ৩৫টি বাস আসবে অক্টোবর মাসে।” তিনি অভিযোগ করেন ,বাম আমলে পরিবহন দফতরে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছিল।তাই আপাতত যে সংখ্যক কর্মচারী রয়েছে, দিয়েই কাজ চালানো হবে। মন্ত্রী জানান বর্তমানে পরিবহণ দফতরে ১৪ হাজার ১৬৭ জন কর্মী রয়েছে।