হাওড়া, ২৪ ফেব্রুয়ারি:- বাপের বাড়িতে এসে আত্মঘাতী স্ত্রী, খবর পেয়ে নিজের বাড়িতে আত্মঘাতী স্বামীও। শুক্রবার রাতে দম্পতির অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া দুই পরিবারেই। জানা গেছে, বাপের বাড়িতে বৌমার আত্মহত্যা করার খবর আসতেই শ্বশুরবাড়ি থেকে গোটা পরিবার পৌঁছে গিয়েছিল হুগলির শেওড়াফুলিতে।
এদিকে, সেই সুযোগেই বাড়ি ফাঁকা পেয়ে নিজের হাওড়ার বাড়িতে আত্মঘাতী হন স্বামী। হাওড়া ঘোষপাড়ার ঘটনা। দম্পতির আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। মৃতেরা হলেন তাপস শী এবং রিঙ্কু শী। দম্পতির একটি বছর সাতেকের কন্যা সন্তানও রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে চাটার্জিহাট থানার পুলিশ।