এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১২জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মোট ১২ জন পরীক্ষার্থীর পরীক্ষা পুরোপুরি বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চক্রান্ত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। শুক্রবার পরীক্ষা শুরুর কিছু পরে মালদহের এনায়েতপুর হাইস্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত ছ’জনের পরীক্ষা বাতিল হয়েছে। এর মধ্যে চারজন ছাত্র ও দু’জন ছাত্রী ছিল বলে পর্ষদ সূত্রে জানা গেছে।

গোপালপুল হাইস্কুল, ভগবানপুর কেবিএস হাইস্কুল এবং আমগুড়ি রামমোহন হাইস্কুলের আরও ৬ জনের পরীক্ষাও বাতিল করা হয়েছে। পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন। পর্ষদ সূত্রে খবর, আজ মোট ১২টি ফোন বাজেয়াপ্ত হয়েছে। গতকাল ১৪ টি মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল। পর্ষদ সভাপতি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বেশ কিছু অসাধু সংস্থা মোবাইল মারফত প্রশ্নের উত্তর আদানপ্রদান করছে। বেশ কিছু পরীক্ষার্থী, পরীক্ষাকেন্দ্র থেকেই শিক্ষককে বা কোনও কোচিং সেন্টারকে প্রশ্নপত্র পাঠাচ্ছে, এমনও অভিযোগ সমানে এসেছে বলে তিনি জানিয়েছেন।