কলকাতা, ১৯ আগস্ট:- করোনা আতঙ্ক পুরপুরি বিদায় নেওয়ার আগেই রাজ্যে ফের একবার ডেঙ্গুর প্রকোপ মাথা চাড়া দিয়ে উঠছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গতবছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। ইতিমধ্যে কলকাতার ১৩টি ওয়ার্ডকে অতি ডেঙ্গু প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। শুধু কলকাতা নয়, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ডেঙ্গুর প্রকোপ সর্বাধিক। রাজ্যের বিভিন্ন শহর ও শহরতলিতে ডেঙ্গু এমন ভয়াবহ আকার নেওয়ায় উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতর আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে থাকা পুর এলাকাগুলকে চিহ্নিত করে সেখানে ডেঙ্গু দমনে যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামার নির্দেশ দিয়েছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব।
সেই বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে এলাকায় এলাকায় প্রতিদিন পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার একদিন পর শনিবার রাজ্যের স্বাস্থ্য সচিব সমস্ত জেলাশাসক ও জেলা স্বাস্থ্য অধিকর্তা দের নিয়ে বৈঠকে বসছেন। সেখানে ডেঙ্গু রুখতে একাধিক প্রয়োজনীয় নির্দেশের পাশাপাশি চিকিৎসা পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত ১১ অগাস্ট থেকে ১৭ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে ৫৩৫ জনের। তার আগের সপ্তাহে এই সংখ্যাটা ছিল ৫৪৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে ১৭ অগস্ট পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪১৮৪। এর মধ্যে হাওড়া জেলাতে ১০৭ জন, উত্তর ২৪ পরগনা জেলাতে ৮৭ জন, কলকাতাতে ৭৪ জন, হুগলিতে ৭০ জন ও জলপাইগুড়িতে ৩৩ জন এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত।