এই মুহূর্তে জেলা

দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের রক্তদান উৎসব শেওড়াফুলিতে।


হুগলি, ৪ ফেব্রুয়ারি:- রবিবার শেওড়াফুলি হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে নোনাডাঙার একটি আবাসনে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন দৃষ্টিহীন ও প্রতিবন্ধীরা। শুধু তাই নয় দক্ষতার সঙ্গে রক্তদান শিবির পরিচালনা ও করেন তাঁরা। রক্তদান শিবিরে হাজির হয়ে দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের উৎসাহিত করেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো ও মহন্মদ মঞ্জুর। রক্তদান শিবিরে হাজির হয়ে রক্ত দিয়েছেন দৃষ্টিহীন শম্ভু চক্রবর্তী।

তিনি বলেন,আমরা দৃষ্টিহীন হলেও অন্তরের দৃষ্টি দিয়ে জগৎ দেখতে পাই। স্কুল ও কলেজে পড়ার সময় থেকেই সমাজের জন্য কাজ করার বাসনা তীব্র হয়। এখন পর্যন্ত আমি ১৭ বার রক্ত দিয়েছি। শেওড়াফুলি হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক মেহবুব হোসেন বলেন, গুটিকয়েক দৃষ্টিহীন ও প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে ৭ বছর ধরে আমরা সেবা মূলক কাজ করে চলেছি।আমাদের সঙ্গে বিধায়ক, পুরপ্রধানেরা এক যোগে কাজ করেন।