হুগলি ,৩১ মার্চ:- করোনা ভাইরাসের ধাক্কায় দেশ জুড়ে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা।তাই দেখে ঘরে না বসে এগিয়ে এলেন কোন্নগরের বিশিষ্ট সংগীত শিল্পী তথা সমাজসেবী শুভায়ুন চক্রবর্তী।রাজ্যে সরকার থেকে শুরু করে এলাকার ছোটখাটো ক্লাব সবাই এগিয়ে এসে কেউ চাল,ডাল তো কেউ আলু,পিঁয়াজ হাতে তুলে দিচ্ছে কর্মহীন মানুষ গুলোর মধ্যে।আজ কোন্নগড়ে একশোটি পরিবারের সদস্যদের হাতে চাল,ডাল, তেল,পিয়াঁজ,মাছ,মাংস তুলে দেন শুভায়ুন চক্রবর্তী।প্রথমে কোন্নগর ধর্মডাঙ্গা এলাকায় এই চাল,ডাল, মাছ,মাংস বিলি করা হয় । শুভায়ুন চক্রবর্তী বলেন সাধারণ মানুষের জন্য যখন কেউ মাছ মাংস নিয়ে এগিয়ে আসেননি তখন আমি ভাবলাম আমরা যদি মাছ,মাংস খেতে পারি তাহলে এই গরীব মানুষ গুলো কেন খেতে পারবে না।তাই আমি নিজেই এই মানুষ গুলোর কথা ভেবে এগিয়ে এলাম।শুধু আজকেই না আগামী কয়েকদিন এদের পাশে থেকে আমি এদের জন্য এই পরিষেবা দিতে চায়।