এই মুহূর্তে কলকাতা

দিল্লিতে ওবিসি কমিশনের অফিসে তলব রাজ্যের মুখ্যসচিবকে।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- রাজ্যের মুখ্যসচিবকে সমন পাঠাল জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে ওবিসি কমিশনের অফিসে তলব করা হয়েছে বাংলার মুখ্যসচিবকে। ওই দিন দুপুর দুটোয় তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে ওবিসি কমিশনের অফিসে। প্রসঙ্গত, ওই দিনই আবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হবে। ঠিক সেদিনই কেন রাজ্যের মুখ্যসচিবকে হঠাৎ জরুরি তলব করা হল তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও কমিশনের চিঠিতে এর একটা ব্যখ্যা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, গত বছর ৬ সেপ্টেম্বর রাজ্য সরকার ৮৭টি জাতিকে অনগ্রসর শ্রেণি বা ওবিসি হিসেবে তালিকাভুক্ত করেছে। সেই সংক্রান্ত বিষয়ে রাজ্যের তরফে বেশ কিছু তথ্য জানতে চেয়েছিল জাতীয় ওবিসি কমিশন। সংশ্লিষ্ট সম্প্রদায়ের আর্থ-সামাজিক ও শিক্ষাগত অবস্থা সম্পর্কিত বিষয়ে সর্বশেষ তথ্য তলব করা হয়েছিল দিল্লি থেকে।

কিন্তু ওবিসি কমিশনের বক্তব্য, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ক তথ্য জমা করা হয়নি। আর এই বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে ওবিসি কমিশন। এমন অবস্থায় তাই আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকাকে সশরীরে দিল্লিতে ওবিসি কমিশনের অফিসে হাজির থাকতে বলা হয়েছে। এই বিষয়ে ওবিসি কমিশনের তরফে সমনও জারি করা হয়েছে। প্রসঙ্গত, নতুন বছরেই নতুন মুখ্যসচিব পেয়েছে বাংলা। হরিকৃষ্ণ দ্বিবেদীর কার্যকালের মেয়াদ শেষের পর নতুন মুখ্যসচিব হিসেবে নবান্নের অফিসের দায়িত্ব পেয়েছেন বি পি গোপালিকা। এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। অর্থাৎ, সেপ্টেম্বর মাসের যে সময়ের কথা কমিশনের তরফে বলা হচ্ছে, সেই সময় রাজ্যের মুখ্যসচিব হিসেবে তিনি দায়িত্বে ছিলেন না। তবে কমিশনের যুক্তি, অনেকদিন কেটে যাওয়ার পরও রাজ্যের তরফে তারা তথ্য পায়নি। এমন অবস্থায় তাই সশরীরে মুখ্যসচিবকে কমিশনের অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।