হুগলি, ২০ ফেব্রুয়ারি:- কোথায় গেল আইপ্যাক ? দালালি করার সময় অনেক লোক পাওয়া যায় কিন্তু কাজ করার সময় রয়েছি আমরা, শিরদাঁড়া সোজা করে কাজ করি। দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুরভোটে প্রার্থী করা নিয়ে এবার আই প্যাকের বিরুদ্ধে সুর চড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ রবীবাসরীয় ভোট প্রচারে বৈদ্যবাটিতে এসে শ্রীরামপুর সাংসদ বলেন যারা নাম গুজে গুজে দিয়ে প্রার্থী করেছিল। তারা নামুক জেতানোর জন্য। আই প্যাক কোথায়?
সেই আমাকেই তো খাটতে হচ্ছে হাঁটতে হচ্ছে। দালালি করে এর লোক ওর লোক দাঁড়া করানো যায়।কিন্তু খাটার সময় আমাদেরই পাবেন।শিরদাঁড়া সোজা করে। নাম না করে বিধায়কদের উদ্দেশ্যে বলেন, আমারই কি সব প্রার্থী পছন্দের হয়েছে ? যারা যারা দু এক জনকে প্রার্থী করেছিলেন সেসব বিধায়কদের দেখা যাচ্ছে না। বিধানসভা এলাকায়। সেই আমাকেই খাটতে হচ্ছে। দলের কথাই শেষ কথা। দল যেটা করেছে সেটা মানতে হবে। নির্দলরা তৃনমূলকে হারানোর জন্য বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে।