এই মুহূর্তে কলকাতা

লোকসভা ভোটে অতিরিক্ত আয়-ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে কমিশন।


কলকাতা, ৯ ডিসেম্বর:- আসন্ন লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে। যে সমস্ত লোকসভা কেন্দ্র গুলো জাতীয় নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে আয়-ব্যয়ের ক্ষেত্রে সংবেদনশীল হিসেবে নজরে এসেছে সেই সমস্ত লোকসভা কেন্দ্র গুলিতেই এবার অতিরিক্ত আয় ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।

এজন্য আয় ব্যয় খাতে নজরদারি চালানো সমস্ত এজেন্সিগুলির থেকে বিগত ছয় মাসের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব শুক্রবার জরুরী ভিত্তিতে পুলিশ ও সংশ্লিষ্ট এজেন্সি গুলির সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিল পুলিশ, আয়কর, শুল্ক দফতর, বন্দর সহ একাধিক সংস্থার প্রতিনিধিরা।