কলকাতা , ১৯ মার্চ:-নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফুল বেঞ্চ এবার রাজ্য সফরে। কমিশন সূত্রে খবর আগামী ২৩ শে মার্চ তারা রাজ্যে আসছেন। ওই দিন সকাল এগারোটা কুড়ি মিনিটে বাগডোগরা বিমানবন্দরে নামবেন। তারপর দুপুর বারোটা নাগাদ মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সাথে বৈঠক করবেন। দুপুর তিনটে নাগাদ দার্জিলিং, কার্শিয়াং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা এই ৮ টি জেলার ডিএম, এসপি এবং অফিসারদের সাথে বৈঠক করবেন।
সূত্র মারফত জানা গেছে পরদিন ২৪শে মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন হবে সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ। ঐদিন ২:২৫ নাগাদ তারা দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।এতদিন পর্যন্ত রাজ্যে থাকা অবজারভার এবং বিভিন্ন আধিকারিক এর সাথে রাজ্যে নির্বাচনে কি কি পরিস্থিতি রয়েছে তা নিয়ে বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সব বিষয় খতিয়ে দেখে আগামী দিনে নির্বাচনের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে তাও ওই বৈঠকে স্থির হয়ে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল । নির্বাচন কমিশন সূত্রে খবর।