এই মুহূর্তে জেলা

হিন্দমোটরে রবিনসন স্ট্রিটের ছায়া! মায়ের মৃতেদহের আগলে বসে ছেলে।

হুগলি, ২ ডিসেম্বর:- হিন্দমোটের এক নম্বর বি এন দাস রোডে একটি আবাসনে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কল্যাণী হাজরা (৬৫) থাকতেন তার ছেলেকে নিয়ে। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। এলাকার মানুষের বক্তব্য গত তিন দিন ধরে দরজা বন্ধ ছিল ফ্ল্যাটের। ফ্ল্যাটের পরিচারিকা গীতা দাস জানান, দুদিন পরে আজ তিনি কাজে এসে দেখেন ফ্ল্যাটের ভিতর থেকে দূর্গন্ধ বেরোচ্ছে। মায়ের দেহ নিথর অবস্থায় বিছানায় পড়ে আছে। ছেলেকে জিজ্ঞাসা করলে তিনি জানান মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। পরিচারিকা ঘটনার কথা প্রতিবেশীদের জানানোর জন্য ফ্ল্যাট থেকে বেরোনোর চেষ্টা করলে তাকে ফ্ল্যাটের ভিতর বেশ কিছুক্ষণ আটকে রাখে মানসিক ভারসাম্যহীন ছেলে শুভ্রনীল (৩৫)।

পরিচারিকা চিৎকার চেঁচামেচি শুরু করলে দরজা খুলে দেয়। কিন্তু তিনি বেরোনোর পরেই আবারো দরজায় তালা দিয়ে দেয় ভিতর থেকে। এলাকার মানুষের সন্দেহ দিন দুয়েক আগে মৃত্যু হয়েছে কল্যাণী দেবীর। স্থানীয় কাউন্সিলর প্রবীর কংসবণিক খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশে খবর দেন। কাউন্সিলর জানান, এলাকার মানুষের সাথে সেইভাবে মেলামেশা করতেন না কল্যানী দেবী বা তার ছেলে। আশেপাশে আত্মীয়-স্বজন থাকলেও তাদের সাথেও কোন যোগাযোগ রাখতেন না। তার অসুস্থতার খবর আগে জানা যায়নি। উত্তরপাড়া থানার পুলিশ ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করে। বেশ কিছুক্ষন ডাকাডাকি করেও দরজা না খোলায়।দরজার তালা ভাঙা হয়। ভিতরে ঢুকে পুলিশ মৃতেদহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।