হাওড়া, ২ ডিসেম্বর:- একই দিনে একই সময়ে শাসক দলের দুই ভিন্ন কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে। শনিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যখন জেলা সদর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক ওই সময়েই দলের যুব সভাপতি কৈলাশ মিশ্রের নেতৃত্বে ১০০ দিনের কর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মহাবীর চক থেকে বেলুড় বাজার পর্যন্ত একটি গণ র্যালির আয়োজন করা হয়েছে। হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ দাবি করেন এটা সেই অর্থে ঠিক বিজয়া সম্মিলনী নয়, লোকসভা ভোটের আগে এটা দলের কর্মী সম্মেলন।
কল্যাণ ঘোষ দাবি করেন এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দলের যুব সভাপতি কৈলাশ মিশ্রকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি নিজেও ফোন করেছিলেন। অন্যদিকে, যুব সভাপতি কৈলাশ মিশ্রের দাবি, দল বিজয়া সম্মিলনীর জন্য নভেম্বর মাসেই দিন স্থির করে দিয়েছিল। সেই সময় বিজয়া সম্মিলনী হয়েছিল। ডিসেম্বরের ২-৩ তারিখ কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে মিছিলের নির্দেশ দিয়েছে দল। সেই নির্দেশ মেনেই মিছিল করছি। এই নিয়ে মিডিয়ায় কিছু বললে শৃঙ্খলাভঙ্গ হবে। যা বলার দলের উচ্চ নেতৃত্বকে জানাব।