হুগলি, ৮ মে:- করোনা আবহে এবার মুর্তিহীন ঘট পুজোর মধ্যে দিয়েই সম্পন্ন হলো হুগলি জেলা তথা রাজ্যের বিখ্যাত কোন্নগরের শকুন্তলা কালি বাড়ির পুজো।এবার এই পুজো ১৩২ বছরে পদার্পন করলো।প্রতি বছর এই পুজো উপলক্ষে সেজে ওঠে সারা কোন্নগর।হুগলি জেলা সহ রাজ্যের মানুষ ভিড় জমায় মা শকুন্তলা দর্শনের জন্য।।কিন্তু এবার পরিস্থিতি আলাদা করোনা আবহে অনড়ম্বরে পালিত হলো মায়ের পুজো।ঘট পুজোর মধ্যে দিয়েই পালিত হলো হুগলি জেলা তথা রাজ্যের এই বিখ্যাত পুজো।