হুগলি, ১ ডিসেম্বর:- প্রয়াত সিঙ্গুরের বাম নেতা সুহৃদ দত্তের স্মরন সভায় মহম্মদ সেলিম। সিঙ্গুরের কামরাঙ্গা ময়দানে এই স্মরণ সভায় বক্তব্য রাখবেন সেলিম। সিপিআইএম হুগলী জেলা কমিটির ডাকে আয়োজিত স্মরন সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য্য, হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, রাজ্য এস এফ আই সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্যরা। গত ৯ ই নভেম্বর সুহৃদ দত্ত বাসভবনে প্রয়াত হন। সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ইন্ডিয়া জোট নির্বাচনী জোট নয়।
আমরা আছি। তৃনমূল বেশিদিন থাকবে না। শুধুমাত্র রয়েছে ভাইপোকে বাঁচানোর জন্য। মোদী চেয়েছে বিরোধীশূন্য দেশ মমতা চেয়েছে বিরোধী শূন্য রাজ্য। রাজ্যে পুরোনো তৃনমূল বিজেপি নামে পরিচিত। ইন্ডিয়া জোট নির্বাচনী জোট না। বিভিন্ন রাজ্যে রাজনৈতিক দলগুলো লড়াই করছে। কে গেছে, কে এসেছে। আরো অনেক দল আসবে। আমরা বেরিয়ে এসেছি কোথায়? তৃণমূল বেশিদিন থাকবে না। ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপি বিরোধিতা আস্তে আস্তে কমে যাবে।