এই মুহূর্তে কলকাতা

সামাজিক কল্যাণের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থাকবে সরকার – মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১১ ফেব্রুয়ারি:- সামাজিক কল্যাণের সঙ্গে যুক্ত যে সব স্বেচ্ছাসেবী সংস্থা এবং ধর্মীয় সংগঠন বিভিন্নভাবে মানুষকে পরিসেবা দিচ্ছে আগামী দিনে রাজ্য সরকার তাদের পাশে থাকবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। আজ দক্ষিণ কলকাতার আলিপুর এর উত্তীর্ণ মঞ্চে এক রাজনৈতিক কর্মসূচিতে তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মহিলা স্বনির্ভর গোষ্ঠী এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হন। সেখানে তিনি বলেন আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে সরকার গঠন করলে রাজ্য সরকার সব রকমের সহায়তা করতে তাদের পাশে থাকবে। এইজন্যেই সব ধরনের সংগঠন এর কাছ থেকে তিনি দ্রুত তাদের সম্বন্ধে লিখিতভাবে বিস্তারিত তথ্য চেয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন এই সরকার বিভিন্ন রকম ভাবে মানুষকে লুট করছে। এখানে কোনভাবেই এনআরসি সিএএ আইন লাগু করতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন।