হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়া স্টেশন থেকে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করলো আরপিএফ। ‘অপারেশন সতর্কে’র অধীনে হাওড়ার ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড এবং হাওড়া আরপিএফের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে হাওড়া স্টেশন থেকে ২৩ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত ব্যক্তি ওই বিপুল পরিমাণ নগদ অর্থের স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেননি। হাওড়া স্টেশন থেকে ওই ব্যক্তিকে আটক করে পরবর্তী পদক্ষেপের জন্য কলকাতার কাস্টমস বিভাগের আধিকারিকদের কাছে তুলে দেওয়া হয়েছে।