এই মুহূর্তে জেলা

বিজেপি যুব মোর্চার বিক্ষোভকে ঘিরে উত্তেজনা চুঁচুড়ায়।


হুগলি, ২ ডিসেম্বর:- বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ঘিরে উত্তেজনা।অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পুলিশ কর্মিদের ঠেলে সরিয়ে দেয় মহিলা বিজেপি কর্মিরা। কল্যানীতে আক্রান্ত বিজেপি যুবমোর্চার নেতা মিহির বিশ্বাস,বিক্ষোভ অবরোধ চুঁচুড়ায়। নদীয়ার কল্যানীতে গতকাল বিজেপি যুব মোর্চার নেতা মিহির বিশ্বাস আক্রান্ত হন।

তার তৃনমূল দুষ্কৃতিরা এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ বিজেপির।এর প্রতিবাদে আজ হুগলি যুব মোর্চার কর্মিরা চুঁচুড়া রবীন্দ্র নগরে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে।রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা।টায়ার জ্বেলে চলে বিক্ষোভ। সকাল এগারোটা দিনের ব্যাস্ত সময়ে রাস্তা অবরোধ হওয়ায় যানজট তৈরী হয় জিটি রোডে।