কলকাতা, ৪ নভেম্বর:- ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে দেখে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই উপলক্ষ্যে নির্বাচন কমিশন শনি ও রবিবার রাজ্য জুড়ে বুথে বুথে ভোট দাতাদের সচেতনতা বাড়াতে বিশেষ অভিযান চালাচ্ছে। কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। অন্যদিকে যদি কেউ তার ভোটার তালিকায় থাকা কোন তথ্যের পরিবর্তন করতে চান অর্থাৎ সংশোধন করতে চান সেক্ষেত্রে তাকে ৮ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। ভোটার তালিকায় নাম পরিবর্তন, বয়স পরিবর্তন, ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য যে সকল ছোটখাটো ভুল থাকে সেগুলি সংশোধন করে নেওয়া যাবে ৮ নম্বর ফর্ম ফিলাপ করে। অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ফিলাপ করতে হবে ৭ নম্বর ফর্ম। যদি কেউ তার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চান তাহলে তাকে ফিলাপ করতে হবে ৬বি ফর্ম। এই সকল ভোটার তালিকা বা ভোটার কার্ড সংক্রান্ত কাজের জন্য নিকটবর্তী ভোট গ্রহণ কেন্দ্র ব্লক লেভেলের অফিসারের কাছে ফর্ম জমা দিতে হবে।
এছাড়াও অনলাইনে https://voters.eci.gov.in/ ওয়েবসাইট থেকেও নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন এদিকে কমিশন বুধবারই এ রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী এবার ভোটার বেড়েছে ১ লক্ষ৭৭ হাজার৬৯৫ জন। বাদ গেছে ৩লক্ষ ৮১হাজার ১২৬ জনের নাম। ২০২৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে এবার ভোট দেবেন মোট ৭ কোটি ৫৩ লক্ষ ৮৬ হাজার ৭২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ কোটি ৮৩ লক্ষ ৩১ হাজার ৮৪৬। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭০ লক্ষ ৫২ হাজার ৪৪৪। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ৭৮২। সার্ভিস ভোটার ১লক্ষ ১৪ হাজার ১৪৮ জন। প্রকাশিত খসড়া তালিকায় থাকা নাম সম্পর্কে কোনো দাবি বা অভিযোগ এর নিষ্পত্তি করা হবে আগামী ২৬ সে ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২০২৪ সালের ৫ ই জানুয়ারি। উল্লেখ্য, আজ পয়লা নভেম্বর থেকেই ভোটার তালিকার সংক্ষিপ্ত বিশেষ সংশোধন কর্মসূচি শুরু হয়েছে। চলবে আগামী ৯ ই ডিসেম্বর পর্যন্ত।