হাওড়া, ৩ নভেম্বর:- ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা হাইপ্রোফাইল ম্যাচের টিকিট গেল কোথায় তা একমাত্র জানাতে পারবেন ব্যোমকেশ বক্সি। মন্তব্য রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। আগামী রবিবার ইডেনের ওই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। ম্যাচের টিকিট নিয়ে চারদিকেই চলছে হাহাকার। এই অবস্থায় টিকিটের ব্যাপক চাহিদা থাকলেও তা কার্যত অমিল। প্রশ্ন এত টিকিট গেল কোথায়? এই প্রসঙ্গে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই প্রশ্নের উত্তর একমাত্র ব্যোমকেশ বক্সীই দিতে পারবেন। ইডেন ম্যাচের টিকিট গেল কোথায় এ ব্যাপারে তিনি কিছু জানেন না। টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ প্রসঙ্গে এদিন তিনি বলেন, এ ব্যাপারে ব্যোমকেশ বক্সী উত্তর দিতে পারবে।
সিএবি একটি স্বশাসিত সংস্থা। এর সঙ্গে রাজ্য সরকারের কোনও লেনদেন নেই। বিজেপি শাসিত রাজ্যে ক্রিকেট বোর্ডের সদস্য বিজেপি নেতারা। কিন্তু এখানে সেই ব্যাপার নেই। টিকিট কোথায় গেল সেটা সিএবি সভাপতি বলতে পারবেন। তিনি তাকে অনুরোধ করছেন যাতে এ ব্যাপারে সংবাদমাধ্যমকে জানিয়ে দেন। এদিন তিনি মনোজ আরও বলেন ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচে টস একটা ফ্যাক্টর হতে পারে। শীত পড়ছে। মাঠের শিশির পড়লে বল হাতে ধরতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আগে যারা ব্যাট করবে তারাই বেশি সুবিধা পেতে পারে। তবে দুটো দলই ভালো খেলছে। ভারতীয় হিসাবে আমি চাইবো ভারত জিতুক।