সুদীপ দাস , ২৩ মে:- কাজের সন্ধানে পাড়ার বন্ধুর সঙ্গে গিয়েছিল বাড়িতে বলেছিল চিন্তা করো না আর দশ দিন পরে ফিরব। কিন্তু গতকাল রাতে জগদ্দল থানা থেকে ফোন এলো আবদুল আজিম আর নেই। চুঁচুড়া থানা ঈশ্বরবাদ এলাকার 35 বছরের আব্দুল আজিম তার পাড়ার বন্ধু ইন্দ্রজিতের সাথে গত মঙ্গলবার রাতে কাজে যাচ্ছি বলে গিয়েছিল বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় আব্দুল বলেও তার ফিরতে আট দশ দিন দেরি হবে পরিবারের একমাত্র রোজগেরে আব্দুলের কোন ফোন না পেয়ে ইন্দ্রজিতের বাড়িতেও গিয়েছিল তার পরিবার কিন্তু তাদের বাড়ি থেকে জানানো হয়েছিল আব্দুল ইন্দ্রজিতের সাথেই আছে কিন্তু গতকাল রাত্রে জগদ্দল থানা থেকে বাড়িতে কি ফোন আছে এবং তাতে জানানো হয় আব্দুল মারা গেছে। তার দেহ থানায় রয়েছে শনাক্তকরণের জন্য আসতে এই খবর শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে আব্দুল এর পরিবারের বাবা-মা স্ত্রী ও দুই সন্তানের। একমাত্র রোজগেরে ছিল আর আব্দুল বন্ধুর সঙ্গে কাজে গিয়েছিল কিন্তু কিভাবে তার মৃত্যু হল সেটাই তারা বুঝে উঠতে পারছে না আব্দুল এর মৃত্যুর খবরে তার পরিবার যেমন ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এলাকার মানুষ।
Related Articles
ভিন রাজ্যে মাস্ক সরবরাহ করোনার পাশাপাশি নিশ্চিত করছে আর্থিক নিরাপত্তা।
কলকাতা , ১৬ জুন:- স্বনির্ভর গোষ্ঠীর তৈরি মাস্কের চাহিদা ক্রমশই বাড়ছে। গত এক মাসে স্বনির্ভরগোষ্টি ব্যাপক মাস্ক তৈরি করে বড় সমস্ত কোম্পানিগুলোকে পিছনে ফেলে দিয়েছে। শুধু এই রাজ্যে নয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি মাস্ক এখন ভিন রাজ্যে পারি দিচ্ছে। করোনার প্রাদুর্ভাব ক্রমশ বেড়ে যাওয়ার মাস্ক তৈরির কাজ শুরু করেছিলেন মহিলারা। বাজারের বিক্রি হওয়া মাস্ক […]
ডোমজুড়ের নেশামুক্তি কেন্দ্র থেকে জানলা ভেঙে পালালো বেশ কয়েকজন আবাসিক।
হাওড়া , ১৫ ফেব্রুয়ারি:- হাওড়ার ডোমজুড়ের নেশামুক্তি কেন্দ্র থেকে জানলা ভেঙে পালিয়ে গেল বেশ কয়েকজন আবাসিক। জানলা ভেঙে পালানোর সময় দোতলার ঘর থেকে রাস্তায় পড়ে গিয়ে পা ভাঙে এক আবাসিকের। সেই সুযোগেই পালাতে সক্ষম হয় কয়েকজন আবাসিক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের মাকড়দহে। জানা গিয়েছে, সেখানে একটি বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন ছিল ৭৬ জন। এদিন […]
নিবেদিতা সেতুতে দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু। গুরুতর জখম আরও ২।
হাওড়া, ২১ মার্চ:- শুক্রবার ভোর চারটে নাগাদ নিবেদিতা সেতুতে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা। কাপড় বোঝাই লরির পিছনের চাকা ফেটে বিপত্তি। ব্রিজ থেকে নিচে ছিটকে পড়েন লরির উপরে বসে থাকা ৬ জন কাপড় ব্যবসায়ী। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে বলে বেসরকারি সূত্রের খবর। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। লরির ভিতরে থাকা ড্রাইভার সহ তিনজন […]