এই মুহূর্তে জেলা

কাজে গিয়ে আর বাড়ি ফেরা হলো না চুঁচুড়ার আব্দুলের।

সুদীপ দাস , ২৩ মে:- কাজের সন্ধানে পাড়ার বন্ধুর সঙ্গে গিয়েছিল বাড়িতে বলেছিল চিন্তা করো না আর দশ দিন পরে ফিরব। কিন্তু গতকাল রাতে জগদ্দল থানা থেকে ফোন এলো আবদুল আজিম আর নেই। চুঁচুড়া থানা ঈশ্বরবাদ এলাকার 35 বছরের আব্দুল আজিম তার পাড়ার বন্ধু ইন্দ্রজিতের সাথে গত মঙ্গলবার রাতে কাজে যাচ্ছি বলে গিয়েছিল বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সময় আব্দুল বলেও তার ফিরতে আট দশ দিন দেরি হবে পরিবারের একমাত্র রোজগেরে আব্দুলের কোন ফোন না পেয়ে ইন্দ্রজিতের বাড়িতেও গিয়েছিল তার পরিবার কিন্তু তাদের বাড়ি থেকে জানানো হয়েছিল আব্দুল ইন্দ্রজিতের সাথেই আছে কিন্তু গতকাল রাত্রে জগদ্দল থানা থেকে বাড়িতে কি ফোন আছে এবং তাতে জানানো হয় আব্দুল মারা গেছে। তার দেহ থানায় রয়েছে শনাক্তকরণের জন্য আসতে এই খবর শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে আব্দুল এর পরিবারের বাবা-মা স্ত্রী ও দুই সন্তানের। একমাত্র রোজগেরে ছিল আর আব্দুল বন্ধুর সঙ্গে কাজে গিয়েছিল কিন্তু কিভাবে তার মৃত্যু হল সেটাই তারা বুঝে উঠতে পারছে না আব্দুল এর মৃত্যুর খবরে তার পরিবার যেমন ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এলাকার মানুষ।