হাওড়া, ২ নভেম্বর:- লিলুয়া থানার পুলিশের জালে নিষিদ্ধ বাজি বিক্রেতারা। উদ্ধার হয়েছে প্রায় ১৩০০ কেজি নিষিদ্ধ বাজি। লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুর মোড়, চকপাড়া ও লিলুয়ার উদয়গড় থেকে উদ্ধার হয়েছে এই নিষিদ্ধ বাজি। শব্দ ও দূষণমুক্ত কালীপুজো এবং দীপাবলি পালন করতে হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে বিভিন্ন জায়গায় অভিযান ও নাকা চলছে অবৈধ ও নিষিদ্ধ পটকাবাজদের বিরুদ্ধে।
হাওড়া সিটি পুলিশের জগদীশপুর আউট পোস্ট এবং লিলুয়া থানার বিশেষ অভিযানে প্রায় ১,৩০০ কেজি আতশবাজি (অবৈধ এবং নিষিদ্ধ) আটক করা হয়েছে। বুধবার এই ঘটনায় বিভিন্ন জায়গা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।