হাওড়া, ২ নভেম্বর:- "আমাকে যতবার ডাকবে ততবারই যাব। আমি আড়াই বছর ছিলাম। আমাকে সহযোগিতা তো করতেই হবে।" রেশন দুর্নীতি মামলায় ইডি'র তলব প্রসঙ্গে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস। তিনি আরও বলেন, "আমার কোনও ব্যাপার নেই।
আমি তো মাত্র আড়াই বছর ছিলাম। ২০১১ থেকে ২০১৪ এর পরে আমি বেরিয়ে গেছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করছি।" তবে মেরুন কালারের ডাইরিতে বালু'দার নাম পাওয়া গেছে কিনা সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে এদিন দাবি করেন অভিজিৎ দাস।