কলকাতা, ৩১ অক্টোবর:- প্রায় দেড় মাস পর আজ সশরীরে নবান্নে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ তিনি নবান্নে পৌঁছান। স্পেন সফরে যাওয়ার আগে ১১ সেপ্টেম্বর শেষ বার নবান্নে এসেছিলেন তিনি। কিন্তু স্পেন সফরে গিয়ে পায়ে ফের পায়ে চোট পাওয়ায় আর নবান্নে আসতে পারেননি। বাড়ি লাগোয়া দফতর থেকেই তিনি প্রশাসনিক কাজকর্ম সরছিলেন। নবান্নের বদলে কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন। ভার্চুয়াল মাধ্যমেই দুর্গাপুজোর উদ্বোধন করেন। এমনকী দলীয় মুখপত্র জাগো বাংলার অনুষ্ঠানও বাড়ি থেকেই করেন মুখ্যমন্ত্রী। তবে গত শুক্রবার রেড রোডে পুজো কার্নিভালের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ঘরে থাকলেও প্রশাসন ও দলীয় কর্মসূচির নিয়মিত তদারকি করেছেন বাড়ি থেকেই।
শুধু সশরীরেই থাকতে পারেননি। অক্টোবরের ২ এবং ৩ তারিখ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দিল্লিতে তৃণমূলের আন্দোলন ছিল। সেখানেও যেতে পারেননি। তার পর ৫ অক্টোবর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের উত্তর গেটের সামনে ধর্নাতেও ছিলেন না। নবান্নের বদলে কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন। ভার্চুয়াল মাধ্যমেই দুর্গাপুজোর উদ্বোধন করেন। এমনকী জাগো বাংলার অনুষ্ঠানও বাড়ি থেকেই করেন মুখ্যমন্ত্রী। পুজো উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রেড রোডের কার্নিভ্যালে সশরীরে উপস্থিত থাকবেন তিনি। সেই মতো সম্পূর্ণ সুস্থ মুখ্যমন্ত্রী ২৭ অক্টোবর হাজির হন রেড রোডের মঞ্চে। পুজো শেষে অফিস খুলতেই ওয়ার্ক ফ্রম হোমের পার্ট চুকিয়ে নবান্নে ফিরলেন তিনি।