এই মুহূর্তে জেলা

রাত পোহালেই কাল ভোট। প্রস্তুতি তুঙ্গে হাওড়ায়।


হাওড়া, ৯ এপ্রিল:-আগামীকাল শনিবার চতুর্থ দফার নির্বাচনে হাওড়ার ৯টি আসনে ভোট হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের প্রস্তুতি এখন প্রায় তুঙ্গে। ৯টি আসনের মধ্যে হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র এবং গ্রামীণ পুলিশ এলাকার মধ্যে দুটি কেন্দ্র রয়েছে। শনিবার ভোটগ্রহণের জন্য শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলিতে জোর তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন সেন্টার থেকে ভোটের সামগ্রী দেওয়ার কাজ চলছে। শুক্রবার সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি সেন্টারে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মীরা আসতে শুরু করেছেন। এর পাশাপাশি পুলিশ কর্মীরাও আসতে শুরু করেছেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক কর্মী ভোটগ্রহণের সামগ্রী সংগ্রহ করে নির্দিষ্ট যানবাহনে করে ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

প্রশাসন সূত্রের খবর, শনিবার ভোট গ্রহণের জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রের খবর, শহর এলাকার প্রত্যেকটি বুথের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুথে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে। শহর এলাকায় মোট বুথ সংখ্যা ২,৪৩৫টি। যার মধ্যে ১,৪০০ বুথ স্পর্শকাতর। বুথে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকবে রাজ্য পুলিশও। শুধুমাত্র শহর এলাকার জন্য ১০৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে। এর পাশাপাশি ৫০০০ রাজ্য পুলিশ থাকবে।হাওড়ায় আগামীকাল বালি, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, শিবপুর, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল,পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব ও ডোমজুড় বিধানসভা কেন্দ্রের নির্বাচন হবে। ৯টি বিধানসভা কেন্দ্রে মোট ৯৩ জন প্রার্থীর ভাগ্য আগামীকাল নির্ধারণ হবে।