এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে মহাষষ্ঠীর ভোরে দেবীর কল্পারম্ভ, সন্ধ্যায় বোধন ও অধিবাস।

হাওড়া, ২০ অক্টোবর:- রীতি মেনেই নিয়ম নিষ্ঠা সহকারে বেলুড় মঠে আজ শুক্রবার ভোর সাড়ে ৬টায় মহাষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠিত হচ্ছে। শ্রীশ্রীদেবীর কল্পারম্ভে অংশ নিয়েছেন মঠের সন্ন্যাসী, ব্রম্ভচারীরা। এরপর আজ সন্ধ্যায় হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এদিন মহাষষ্ঠীর ভোরে সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজরা শ্রীশ্রীমায়ের ঘাটে স্নান করে পবিত্র গঙ্গার জলপূর্ণ মঙ্গলঘট নিয়ে প্রথমে মায়ের মন্দিরে গিয়ে মাকে প্রণাম করেন।

এরপর সম্মিলিতভাবে ঢাক বাজিয়ে মাথায় করে বহন করে এনে চণ্ডীমণ্ডপে রেখে রীতি মেনেই তা পূজা করেন। সন্ধ্যায় সেই ঘট মায়ের মৃন্ময়ী মূর্তির সামনে স্থাপন করে শুরু হবে মায়ের বোধন আমন্ত্রণ এবং অধিবাস। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকানুসারে এবারেও দেবীর আরাধনা হচ্ছে।