এই মুহূর্তে জেলা

ফের সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় আহত যুবক।

হাওড়া, ১৭ আগস্ট:- রবিবার হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় আহত হয়েছিলেন হাওড়ার বাগনানের বাসিন্দা এক ব্যক্তি। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ঘটনার ৪৮ ঘন্টার মধ্যেই ফের সেই সাঁতরাগাছি ব্রিজেই চিনা মাঞ্জায় জখম হলেন আরেক ব্যক্তি। কাকতালীয় ভাবে হলেও এদিনের ঘটনায় জখম ব্যক্তিও হাওড়ার বাগনানের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনায় প্রকাশ, মঙ্গলবার বিকেলে সাঁতরাগাছি ব্রিজে চিনা মাঞ্জায় গলায় আঘাত পান এক বাইক আরোহী। এদিন বিকেলে তিনি যখন কলকাতার দিক থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় সাঁতরাগাছির দিকে ব্রিজ থেকে নামার সময়ে ওই ঘটনা ঘটে।

আহত যুবকের নাম রাজকুমার জানা বলে জানা গেছে। তাঁর বাড়ি বাগনান থানার অন্তর্গত বাসুদেবপুরে। ঘটনার পর সাঁতরাগাছি ট্রাফিক গার্ডের কর্মীরাই আহত অবস্থায় ওই বাইক আরোহী যুবককে নিয়ে আসেন হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। আহত যুবকের পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে রবিবার কাজ সেরে বাড়ি ফেরার পথে চিনা মাঞ্জায় আহত হন বাগনানের বাসিন্দা গৌতম মান্না। ডান হাতের বুড়ো আঙুল সহ গলায় আঘাত পেয়েছিলেন তিনি। ফের মঙ্গলবার একই ধরনের আরেকটি ঘটনা ঘটল।