এই মুহূর্তে জেলা

পুজোতেও ডেঙ্গি মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরকে সহযোগিতার আশ্বাস চন্দননগর পুলিশ কমিশনারেটের।

হুগলি , ১০ অক্টোবর:- পুজোর দিনেও ডেঙ্গি মোকাবিলায় ড্রোন উড়িয়ে মশা নিধনে স্বাস্থ্যদপ্তরকে সহযোগিতা করবে কমিশনারেটের পুলিশ। মঙ্গলবার শ্রীরামপুর রবীন্দ্র ভবনে পুলিশ প্রশাসনের সঙ্গে বারোয়ারি পুজো কমিটি গুলির সমন্বয় বৈঠকে হাজির হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন পুলিশ কমিশনার অমিত পণ্ডিত জাগলভি। তিনি বলেন, পুজোর মুখে ডেঙ্গির বাড়বাড়ন্ত মোকাবিলা করা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।

আমরা তাই পুজোর দিনগুলিতে বিভিন্ন এলাকায় ড্রোন উড়িয়ে মশার লার্ভার নজরদারি চালাবো। কোথাও মশার লার্ভা দেখা হলে স্বাস্থ্যদপ্তর ও পুরসভা, পঞ্চায়েত গুলির মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেব। এছাড়া পুজোর দিন গুলিতে আইন শৃঙ্খলা রক্ষায় রাস্তা ঘাটে পুলিশ মোতায়েন থাকবে।মহিলা ও শিশুদের বাড়তি নিরাপত্তার জন্য পুলিশের মহিলা পরিচালিত উইনার্স টিম টহল দেবে। এছাড়া যে কোনো পরিস্থিতির মোকাবিলায় পুলিশের বাইক বাহিনী টহলদারি চালাবে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে কমিশনারেট এলাকায় প্রায় দেড় হাজার বারোয়ারি পুজো হচ্ছে।আইন শৃঙ্খলা মেনে যে সমস্ত পুজো কমিটি পুজো করবে তাদের প্রতিবারের মতো পুরস্কৃত করা হবে। এদিন সমন্বয় বৈঠকে হাজির ছিলেন শ্রীরামপুর ও রিষড়া পুরসভার পুরপ্রধান গিরীধারী শাহ, বিজয় মিশ্র। মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী,কাউন্সিলর গৌরমোহন দে ও শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস।