এই মুহূর্তে কলকাতা

মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে আজ বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে।

কলকাতা ,২৮ জানুয়ারি;- কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনা নিয়ে আজ বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল তরফে বিষয়টি সভায় উত্থাপন করা হলে বিরোধীরা হই হট্টগোলএ শুরু করে। বিজেপি সহ বিরোধীদের সঙ্গে সরকার পক্ষের নেতাদের তীব্র বাকযুদ্ধ শুরু হয়। কথা কাটাকাটি থেকে হাতাহাতির উপক্রম হয়। আজ বিধানসভায় অধিবেশনের প্রথমার্ধে তৃণমূল কংগ্রেসের তাপস রায় বিধানসভায় পয়েন্ট অফ ইনফরমেশন এনে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুখ্যমন্ত্রী কে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন। শুধু মুখ্যমন্ত্রী নন,ওই অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় নেতাজি কেও অপমান করা হয়েছে বলে তাঁর অভিযোগ। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ভিক্টোরিয়ার অনুষ্ঠানে নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে তাঁকে স্মরণ না করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাঁকে অপমান করা হয়েছে।

মুখ্যমন্ত্রী কে আমন্ত্রণ করে অপমান করার জন্য সরকারি অনুষ্ঠানের মঞ্চ কে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করা হয়েছে। নেতাজির ভাবমূর্তি, বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি এতে কলুষিত হয়েছে।দলমত নির্বিশেষে সকলেরই এর নিন্দা করা উচিত। এই কথা শুনে বিরোধীদের সদস্যরা চেঁচামেচি শুরু করলে তাপস রায় তাদের তীব্র ভাষায় আক্রমণ করেন। যা শুনে বাম এবং কংগ্রেস বিধায়ক রা ক্ষোভে ফেটে পড়ে গেলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিধানসভার কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এবং তাপস রায় তীব্র বাক যুদ্ধে জড়িয়ে পড়েন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পরে তাপস রায়ের ব্যবহৃত কিছু বাক্যবন্ধ কে অসংসদীয় বলে ঘোষণা করে বিধানসভার কার্য বিবরণী থেকে বাদ দেন।