তরুণ মুখোপাধ্যায়, ১ অক্টোবর:- সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গ কে স্বচ্ছ রাখার লক্ষ্যে সারা রাজ্য জুড়ে স্বচ্ছ অভিযান শুরু হয়েছে। রবিবার সকালে এই কর্মসূচি উপলক্ষে শ্রীরামপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডের জনপ্রতিনিধি সহ অন্যান্য কর্মী এবং সাধারণ মানুষ এতে অংশ নিলেন। এ ব্যাপারে বলতে গিয়ে শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সাহা জানালেন যে আমরা যদি আমাদের সমাজকে পরিষ্কার রাখি আমাদের নিজের নিজেদের বাসস্থানকে পরিষ্কার রাখি, নিজেদের পাড়া কে পরিষ্কার রাখি তবেই এই অভিযানের সার্থকতা আসবে। আজকে সারা শ্রীরামপুর জুড়ে এই কর্মসূচি চলছে প্রতিটি ওয়ার্ডে আমাদের পুর প্রতিনিধি সহ পৌরসভার কর্মী এবং সাধারণ মানুষ অংশ নিয়েছেন।আমরা মানুষের কাছে আবেদন করছি আপনারা নিজেদের বাড়ি যদি পরিষ্কার রাখতে পারেন তবেই স্বচ্ছতা আসবে এবং এর মাধ্যমে আমরা সারা শ্রীরামপুরবাসীর কাছে একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
এর সঙ্গে সঙ্গে ডেঙ্গুর একটা প্রকোপ চলছে সেই ডেঙ্গু থেকে যাতে রক্ষা পাওয়া যায়। তার জন্য আমরা আবেদন করছি নিজেদের বাড়িরসহ আশপাশের কোন এলাকায় জমা জল রাখবেন না এবং আমাদের পুরসভার যে সমস্ত মহিলা স্বাস্থ্য কর্মীরা আছেন তারা প্রতিটি বাড়ি বাড়ি সকালবেলা যাচ্ছেন এবং তাদের রিপোর্ট অনুযায়ী দুপুরবেলা আমাদের কর্মীরা গিয়ে যেখানে যা ময়লা আছে জমা জল আছে তা পরিষ্কার করে দিচ্ছে। আমরা মনে করি এই ভাবে যদি আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সলতে পারি তাহলে ডেঙ্গু সহ অন্যান্য মহামারীর উপদ্রব থেকে বাঁচতে পারব, এবং আমাদের আগামী প্রজন্মকে সুস্থ রাখতে পারব, এবং এটা করতে পারলেই আমাদের এই সমাজ নির্মল সুন্দর এবং মধুময় হয়ে উঠবে, সেই শপথের লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।