হাওড়া, ১১ সেপ্টেম্বর:- রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ এবার হাওড়ায়। হাওড়া ময়দানে রাস্তায় বসে ইটের উনুন বানিয়ে তেলের পরিবর্তে জল দিয়ে প্রতীকী রান্না করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের সোস্যাল মিডিয়া টিমের কর্মীরা। এভাবেই শনিবার ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয় হাওড়া ময়দানে। এদিন তৃণমূল কংগ্রেস সোস্যাল মিডিয়ার টিমের পক্ষ থেকে টুসু হাজরার নেতৃত্বে হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। সেখানে রাস্তায় বসে পড়ে ইট দিয়ে উনুন তৈরি করে তেলের পরিবর্তে জল দিয়ে রান্না করে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। দেখানো হয় বিক্ষোভ।