এই মুহূর্তে জেলা

দুয়ারে আইনের পর এবার দুয়ারে চিকিৎসক কানাইপুরে।

হুগলি, ১৯ আগস্ট:- এবার দুয়ারে চিকিৎসক ও দুয়ারে আইনি সহায়তা। হুগলি জেলার কানাইপুরের মানুষ এবার এমনই সুবিধা পেতে চলেছে বিনামূল্যে। মানুষের এখন নিত্যদিনের একটা সমস্যা শারীরিক দিক থেকে সুস্থ থাকা আর আইনি জটিলতা। কিন্তু কানাইপুর পঞ্চায়েত এলাকায় বেশি গরীব মানুষের বসবাস। তাদের চিকিৎসা ব্যাবস্থা ও আইনি সহায়তা বিনামূল্যে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিলেন কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূলের হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সম্পাদক আচ্ছেলাল যাদব। কানাইপুর শাস্ত্রী নগরে এই কারণে ইতিমধ্যেই একটি বড় বাড়ির ব্যাবস্থা করা হয়ে গেছে। যেখানে উপরে দলের কাজ চলবে আর সেই বাড়ির নিচে চলবে মানুষের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও আইনি সহায়তা কেন্দ্র। এই বিষয়ে তৃণমূলের জেলা সম্পাদক অচ্ছেলাল যাদব বলেন তিনি দীর্ঘদিন প্রশাসনিক পদে থেকে দেখতে পেয়েছি কানাইপুর এলাকার অনেক মানুষ আছে যারা টাকার কারণে অনেকসময় সঠিক চিকিৎসা করাতে পারেনা।

কিন্তু এবার মানুষ বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসা পাবে। আর অনেক মানুষ আছে যারা আইনি সমস্যায় জর্জরিত কিন্তু কোর্টে গিয়ে টাকার অভাবে সঠিক অ্যাডভোকেট নিতে পারেনা বলে তাদের সমস্যার সমাধান হয়না।তাই সেইসব মানুষের কথা মাথায় রেখে শ্রীরামপুর কোর্টের বিশেষ আইনজীবীরা এখানে আসবেন তাদের থেকে মানুষ বিনামূল্যে আইনি সহায়তা পাবে। এছাড়াও আচ্ছেলাল যাদব বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য সব সময় কাজ করছেন আর তিনি সেই দলের একজন সৈনিক তাই মানুষের জন্য কাজ করতে ভালো লাগে তাই তার এই ভাবনা। এই মুহূর্তে কানাইপুর শাস্ত্রী নগরের অফিসে সপ্তাহে তিনদিন করে মানুষ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে আর বিশিষ্ট আইনজীবীদের থেকে আইনি সহায়তা নিতে পারবে। আর এই বিষয়ে কানাইপুর এলাকার এক বাসিন্দা পার্থ ঘোষ বলেন কানাইপুর এলাকার মানুষের জন্য এটা খুব ভালো বিষয়। প্রধান থাকা কালীন আচ্ছেলাল যাদব এলাকায় প্রচুর কাজ করেছেন মানুষের পাশে থেকেছেন। আর এখন দলের পদে থেকেও মানুষকে পরিষেবা দিচ্ছেন। এতে কানাইপুর এলাকার মানুষের খুব উপকার হবে