এই মুহূর্তে জেলা

ক্ষনিকের ঘূর্নি ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার।

হুগলি, ৩০ সেপ্টেম্বর:- হঠাৎ ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার বেনাভারুই এলাকা। কিছুক্ষণ আগের এই ঘটনায় ঘরবাড়ির খুব বেশি ক্ষতি না হলেও একটি কারখানার টিনের চাল উড়ে গাছের মাথায় গিয়ে পড়েছে। পাশাপাশি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে চাষীভাইদের দাবি। স্থানীয়রা জানান,

এদিন উত্তর-পূর্বকোন থেকে ওঠা টর্নেডো পথের যাবতীয় জিনিস লণ্ডভণ্ড করে দক্ষিণ দিকে চলে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন চূড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সাহায্যের আশ্বাস দেন।