হুগলি, ৩০ সেপ্টেম্বর:- একশো দিনের কাজের বকেয়া টাকা ও বাংলার বাড়ি তৈরীর টাকা আটকে রাখার অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শনিবার সকালে চুঁচুড়া রেলওয়ে প্লাটফর্মে অবস্থান বিক্ষোভ করে মোদী সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। এ দিন অসিত মজুমদার বলেন, টাকা আদায়ের জন্য দিল্লীতে আমাদের কর্মসূচিকে ঘিরে কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়েছে। মোদী অমিত শাহরা চক্রান্ত করে শেষ মুহুর্তে ট্রেন বাতিল করেছে। কিন্তু এভাবে আমাদের দমানো যাবে না। আমরা সব চক্রান্ত ব্যার্থ করে দিল্লী পৌঁছাব। তৃণমূল কংগ্রেস ৩৪ বছর সিপিএমের সঙ্গে লড়াই করেছে। তাই আমরা কোনো কিছুতেই ভয় পাই না।
