এই মুহূর্তে জেলা

ডেঙ্গি নিয়ে বিশেষ আলোচনা হুগলি-চুঁচুড়া পৌরসভায়।

হুগলি, ২৫ সেপ্টেম্বর:- সোমবার ডেঙ্গি নিয়ে বিশেষ আলোচনা সভা হয় হুগলি চুঁচুড়া পৌরসভায় পৌরসভার টাউন হলে। উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, মিউনিসিপাল কর্পোরেশন ওসি, সি আই সি হেলথ জয়দেব অধিকারী, স্যানিটারি ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত আধিকারিক হিমাংশু চক্রবর্তী সহ স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত সমস্ত আধিকারিক ও স্বাস্থ্য কর্মীরা। জয়দেব অধিকারী জানান,পুজোর আগে ডেঙ্গি বাড়ছে তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে পুরসভাগুলিতে ডেঙ্গি নিয়ে আলোচনা হচ্ছে।

আজ নবান্নে বৈঠকে জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। কাউন্সিলরদের নিয়ে বৈঠক করতে হবে।ডেঙ্গি মোকাবিলায় সবাইকে ঝাঁপাতে হবে। সেই মত আজ পুরসভায় মিটিং হয়। ঠিক হয়েছে শহরের যত নর্দমা আছে সব পরিষ্কার করা হবে।আবর্জনা জমে না থাকে তা দেখা হবে।জল জমে থাকলে তা সরিয়ে দিতে হবে। পুজো যাতে ভালোভাবে কাটে সবার সেই জন্য সচেতন করা হবে শহরবাসীকে।