হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- কল্পতরু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে একই দিনে নয়টি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন তিনি। উৎসবমুখর দেশে পুজোর আগে বাংলা পেল দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। রবিবার দুপুরে নয়টি ট্রেনেরই ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ৯টি বন্দে ভারতের মধ্যে একটি ট্রেন চলবে রাঁচি এবং হাওড়ার মধ্যে, যা ৬.৩০ ঘন্টায় ৫৩৫ কিলোমিটার যাত্রা শেষ করবে।
আরেকটি ট্রেন চলবে পাটনা-হাওড়ার মধ্যে। এই ট্রেনটি ৬.৩০ ঘন্টায় ৫৩০ কিলোমিটার যাত্রা শেষ করবে। কম সময়ে ট্রেন গেলে যাত্রীদের জন্য তা সুবিধাজনক হবে। রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সম্ভাব্য স্টপেজ হতে চলেছে মুড়ি, ঝালদা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর, ঘাটশিলা, ঝাড়গ্রাম এবং খড়গপুর। অন্যদিকে, পাটনা-হাওড়া বন্দে ভারত ট্রেনটি পাটনা থেকে ছেড়ে যেসব স্টেশনে থামবে সেগুলি হল পাটনাসাহিব, মোকামা, লক্ষ্মীসরাই, জোসিডি, জামতারা, আসানসোল ও দূর্গাপুর।