এই মুহূর্তে কলকাতা

ই-প্রেসক্রিপশন ব্যবস্থা চালু হচ্ছে সরকারি হাসপাতাল গুলিতে।


কলকাতা, ৫ মে:- রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ধাপে ধাপে ই-প্রেসক্রিপশন চালু হচ্ছে। প্রথম দফায় রাজ্যের ২০১টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হাতে লেখা প্রেসক্রিপশনের বিকল্প হিসাবে এই ব্যবস্থা চালু করা হবে। তার পর ধীরে ধীরে রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজেও ই-প্রেসক্রিপশন চালু করা হবে বলে স্বাস্ত্য দফতর সূত্রে জানা গেছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, রাজ্যের সব মেডিকেল কলেজের অন্তত দুটি বিভাগে এই ই-প্রেসক্রিপশান চালু করার লক্ষ্যে এগনো হচ্ছে। সব হাসপাতালকে জুন মাসের মধ্যে এসংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ রোগীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

কারণ চিকিৎসকদের হাতের লেখা বুঝতে না পারায় ওষুধ দোকান থেকে অতীতে ভুল ওষুধ দেওয়ার ঘটনা ঘটেছে। যার ফলে বহু রোগীর প্রাণহানি হয়েছে। ই-প্রেসক্রিপশন চালু হলে হাতের লেখা জনিত সমস্যা থেকে রেহাই মিলবে। স্বাস্থ্যকর্তারা জানান, একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করে দ্রুত ই-প্রেসক্রিপশন প্রস্তুত করা হবে। ইতিমধ্যেই সেই সফটওয়্যার ব্যবহার করে ই-প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে মাল ও বিধাননগর মহকুমা হাসপাতালে। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল এবং হাওড়ার বেশ কয়েকটি গ্রামীণ ও ব্লক হাসপাতাল এবং পিজি ও মেডিক্যাল কলেজের গ্যাস্ট্রো-এন্টেরোলজি বিভাগে ই প্রেসক্রিপশন চালু হয়েছে। দেড় বছর ধরে এই প্রকল্প সাফল্যের সঙ্গে চলার পরই রাজ্যজুড়ে এই প্রযুক্তির বিস্তার ঘটানো হচ্ছে।