হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- বেনারস রোডে জল জমার প্রতিবাদে পথে নামলেন মহিলারা। অভিযোগ, বামনগাছি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা সামান্য বৃষ্টিতেই জলের তলায় চলে যায়। ঘরে ঘরে ঢুকে যায় নর্দমার পচা জল। সেই কারণে এদিন মহিলারা বাড়ির কাজ ফেলে বামনগাছি বাজারে বেনারস রোডের উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই ঘটনায় সালকিয়া চৌরাস্তা থেকে কোনা হাইরোড পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আসে পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশকে জানান,
এটা একদিনের সমস্যা নয়। বিগত কয়েক বছর ধরে এই সমস্যায় তারা ভুগছেন। রাজ্যজুড়ে যে হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে হাওড়া শহরও তার থেকে বাদ যায়নি। তাই তারা আতঙ্কিত এই জমা জল নিয়ে আতঙ্কিত। সব বিষয় শুনে প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে। তবে সুরাহা না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান বিক্ষুব্ধ মহিলারা।