এই মুহূর্তে জেলা

শ্বশুরবাড়ির নির্যাতনে ঘরছাড়া বধূ। অচৈতন্য অবস্থায় ওই গৃহবধূকে রাস্তা থেকে উদ্ধার করল বালি থানার পুলিশ।

হাওড়া , ৮ আগস্ট:- শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে ঘরছাড়া হয়েছিলেন উত্তর ২৪ পরগনার খড়দহের এক গৃহবধূ। এরপর পথ ঘুরে চলে এসেছিলেন হাওড়ার বালিতে । শনিবার লকডাউনের সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় বালি হল্ট বাস স্ট্যান্ডের কাছ থেকে উদ্ধার করেছে বালি থানার পুলিশ।বালি থানার মানবিকতায় আপাতত ওই মহিলাকে বাপের বাড়ির পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে । জানা গেছে , এদিন সকাল ৯ টা নাগাদ বালি হল্ট বাসস্ট্যান্ডের কাছে অচৈতন্য অবস্থায় এক গৃহবধূ রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়।

বালি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় । চিকিৎসার পর জ্ঞান ফিরলে তাঁকে বালি থানায় নিয়ে আসা হয়। গৃহবধূর বাপের বাড়ি তমলুকে । তাঁর বিয়ে হয়েছিল উত্তর ২৪ পরগনার খড়দহে । মল্লিকা নামের ওই গৃহবধূ জানিয়েছেন , তাঁর স্বামী তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে । বালিঘাট বাসস্ট্যান্ডের কাছে এসে অচৈতন্য হয়ে পড়েন তিনি । তাঁর গায়ে জ্বর আছে । বালি থানার পুলিশ বাড়ির লোককে খবর দিয়েছে। বালি থানার আইসি সঈদ রেজাউল কবীর এবং এএসআই সজল দে লকডাউনে ডিউটি সময় উদ্ধার করে নিয়ে আসেন ওই গৃহবধূকে।