এই মুহূর্তে জেলা

কোটি টাকার নিষিদ্ধ কাশির সিরাপ আটক, ঘটনায় ডানকুনিতে গ্রেফতার ২।


হুগলি, ২৪ ডিসেম্বর:- নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে রাজ্য পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)-এর হাতে একটি লরি সহ ধরা পড়ল উত্তরপ্রদেশের দুই ব্যক্তি। হুগলির ডানকুনির মাইতিপাড়ার এই ঘটনায় ২ কোটি টাকার সিরাপ উদ্ধার হয়েছে। একটি ছ’চাকার লরি করে ওই সিরাপ পাচার করা হচ্ছিল বলে গোপন সূত্রে খবর পায় রাজ্য পুলিশের ওই বিশেষ টিম। শনিবার ভোরে মাইতিপাড়ার কাছে ওই লড়াইটিকে দাঁড় করায় এসটিএফের আধিকারিকরা।

লরিতে তল্লাশি চালাতেই ১৩৫ টি বাক্সে ১০০ মিলির মোট ২৭ হাজার বোতল মেলে। যার বাজার দর প্রায় ২ কোটি টাকা। গ্রেফতার করা হয় লরির চালক বছর পঞ্চান্নর তসলিম এবং সওয়ারি মোহাম্মদ ইয়াসিনকে। দু’জনেরই বাড়ি উত্তরপ্রদেশে। ডানকুনি থানায় এনডিপিএস (মাদক প্রতিরোধ) আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।