হাওড়া, ২১ সেপ্টেম্বর:- পুজোর মুখে হাওড়ায় পথচারী এক যুবকের মোবাইল ছিনিয়ে নিয়ে পালালো বাইকে চেপে আসা তিন দুষ্কৃতি। ভর সন্ধ্যেবেলাতেও হাওড়া শহর যে পথচারীদের জন্য নিরাপদ নয় তার আরও একবার প্রমাণ মিলল বুধবার সন্ধ্যায়। জানা গেছে, বুধবার ৮টা নাগাদ পথচারী এক যুবকের দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বাইকে চড়ে আসা তিন দুষ্কৃতি। জ্যোতির্ময় পণ্ডিত নামের ওই যুবক জানান, বুধবার রাত আটটা পাঁচ নাগাদ তিনি বাসে করে হাওড়া ময়দানের দিকে আসার পথে হাওড়া গার্লস কলেজ স্টপেজে নামেন। এরপর তিনি রাস্তা ক্রস করে যখন মোবাইলে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন সেই সময় আচমকাই পিছন দিক থেকে বাইকে চেপে আসা তিন দুষ্কৃতি কিছু বুঝে ওঠার আগেই তার মোবাইল ফোনটি হাত থেকে ছিনিয়ে নিয়ে পালায়। জ্যোতির্ময় বলেন, এদের আটকানোর চেষ্টা করলেও ধাক্কাধাক্কিতে তাঁর চশমা খুলে রাস্তায় পড়ে যায় এবং তিনি হতচকিত হয়ে পড়েন। সেই সুযোগ নিয়ে ওই দুষ্কৃতীরা বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেয়।
এরপর খবর পেয়ে পুলিশ ছুটে আসে। জ্যোতির্ময় এরপর হাওড়া থানায় যান। পুলিশকে গোটা ঘটনার কথা জানান। যদিও ওই সময় জ্যোতির্ময়ের কাছে নিজের কোনও ডকুমেন্টস না থাকায় পুলিশ তাঁকে বৃহস্পতিবার সকালে থানায় এসে অভিযোগ দায়ের করতে বলেন। সেইমতন বৃহস্পতিবার হাওড়া থানায় তিনি অভিযোগ দায়ের করেন। জ্যোতির্ময় জানান, রাতে হাওড়া থানায় ঘটনার কথা জানানোর পর পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে ঘটনাস্থলে যায়। তাঁর চশমাটি খোঁজার চেষ্টা করা হয়। যদিও তা পাওয়া যায়নি। এবং যে যুবকরা বাইক নিয়ে তাঁর মোবাইল ছিনিয়ে নিয়ে পালায় তাদেরও এখনো ধরা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে হাওড়া থানা, হাওড়া পুলিশ কমিশনারেট অফিস, ডিএম অফিস সহ প্রশাসনিক সব দপ্তর ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত হওয়া সত্ত্বেও এরকম একটি প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন।