এই মুহূর্তে জেলা

হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর সন্ধান মিললো।

হাওড়া, ২০ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে জয়সোয়াল হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর সন্ধান মিললো। বেলুড় থানার পুলিশ সূত্রের খবর, গত ১৮ সেপ্টেম্বর বেলুড় থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছিল। ওই ঘটনায় সিসিটিভির মাধ্যমে জানা যায় যে উনি নিজে গত ১৭ তারিখ ওই হাসপাতাল থেকে সোয়া ১২টা নাগাদ হেঁটে বেরিয়েছিলেন। এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে তিনি জি টি রোড ধরে বালির দিকে হাঁটছিলেন।

পুলিশ সূত্রের আরও খবর, মালিপাঁচঘড়া এলাকার ওই রোগী শকুন্তলা ভার্মা (৬৮) হাসপাতাল থেকে নিখোঁজ ছিলেন। তিনি নিজেই বুধবার তাঁর বাড়িতে ফিরে আসেন। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে শকুন্তলাদেবী মানসিকভাবেও অসুস্থ ছিলেন। এবং গত ২ দিন ধরে দক্ষিণেশ্বর মন্দিরে ছিলেন। পুরো ঘটনা পুলিশ খতিয়ে দেখছে।