এই মুহূর্তে জেলা

উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির উন্নতি, জল বাড়ছে মুণ্ডেশ্বরীর।

হাওড়া, ৬ আগস্ট:- উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হলেও ডিভিসি’র ছাড়া জলে ফের জলস্তর বেড়েছে মুন্ডেশ্বরী নদীর। ফলে হাওড়ার দ্বীপ অঞ্চল ঘোড়াবেড়িয়া-চিৎনান এবং ভাটোরা এই দুই গ্রাম পঞ্চায়েতে জল বাড়ছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যেই প্লাবিত হয়েছে হাওড়ার দ্বীপাঞ্চল এই দুই গ্রাম পঞ্চায়েত।

ফের নতুন করে জল ছাড়ায় মুন্ডেশ্বরী নদীর জল হু-হু করে ঢুকছে এই দুই গ্রাম পঞ্চায়েতে। প্রশাসনের তরফ থেকে ত্রাণ সহ ডিজাস্টার ম্যানেজমেন্টকে প্রস্তুত রাখা হয়েছে। কয়েকশো মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এদিন দামোদরের জলস্তর কমে যাওয়ায় উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে।