এই মুহূর্তে জেলা

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, আহত দুই।


হুগলি, ১৫ সেপ্টেম্বর:- রাতেই হুগলিতে মর্মান্তিক দুর্ঘটনা। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ২জনের। আহত আরো ২ জন। মৃতরা হলো শেখ হায়দার। বয়স ৩১ বছর। অপর আরেক জন দেবব্রত শর্মা।বয়স ২৬ বছর। সকলেরই বাড়ি বৈঁচি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত্রি ৯টা নাগাদ বৈচি সাহানিপাড়া থেকে দেবব্রত শর্মা ও তার স্ত্রী অর্পিতা শর্মা মোটরসাইকেল করে পাড়ার রাস্তা থেকে জিটি রোডে উঠছিলেন, তখনই পান্ডুয়ার দিক থেকে বৈঁচির দিকে শেখ হায়দার ও প্রদীপ স্বর্ণকার নামে দুজন বাইক এ করে যাচ্ছিলেন।

তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে শেখ হায়দারের মৃত্যু ঘটে। স্থানীয়রা পুলিশের সহযোগিতায় বাকি তিনজনকে পান্ডুয়া গ্রামীন হাসপাতালে নিয়ে এলে দেবব্রত শর্মাকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসকরা। অপরদিকে অর্পিতা শর্মা ও প্রদীপ স্বর্ণকারের আঘাত গুরুতর হওয়ায় দুজনকেই চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে পান্ডুয়া থানার পুলিশ। আগামীকাল শেখ হায়দার ও দেবব্রত শর্মার মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।