হুগলি, ৯ সেপ্টেম্বর:- টোটোর রাশ টানতে উদ্যোগী হলো প্রশাসন।কড়া ভাষায় জানালেন পরিবহন মন্ত্রী।এদিন মন্ত্রী বলেন যেভাবে প্রতিদিন হাজার হাজার টোটো রাস্তায় নামছে সে ব্যাপারে লক্ষণ রেখা টানতে হবে, কারণ যান চলাচল করে জন্য রাস্তার একটা ধারণ ক্ষমতা থাকে সেই ধারণ ক্ষমতা অতিরিক্ত হওয়াতে রাস্তায় প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যে সমস্ত বেআইনি টোটো কারখানা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরিষ্কারভাবে এই কথাগুলো জানিয়ে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী চক্রবর্তী। তিনি আরো জানান যে কোর্টের অর্ডার অনুযায়ী কোন টোটো বা অটো কোন হাইওয়েতে উঠতে পারবে না কারণ রোড সেফটির একটা ব্যাপার আছে, মানুষের জীবনের একটা দাম আছে কিন্তু রাজ্য সড়কে যে অটোগুলো চলছে তার নিয়ন্ত্রণ আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি একজন লোক দশটা অটো কিনে রাস্তায় নামাচ্ছে তাতে অস্বাভাবিক যান জটের সৃষ্টি হচ্ছে। আমরা চাইনা কোন মানুষের রুজি রোজগারে টান পড়ুক কিন্তু নিয়ন্ত্রণটা জরুরী। আমরা এ ব্যাপারে পুলিশ প্রশাসন পরিবহন কর্তা টোটো অটো ইউনিয়ন জনপ্রতিনিধি পুরসভার প্রধান দের নিয়ে একটা বৈঠক করব।
আমাদের প্রস্তাব রয়েছে একটা এলাকায় যে টোটোগুলো চলছে, সেই টোটোগুলোকে যদি শিফটিং করে চালাবার বন্দোবস্ত করা যায় তাহলে যানজট অনেকটা কমে যাবে। উদাহরণ স্বরূপ মন্ত্রী জানান যে সকাল থেকে ১০০ জন প্যাসেঞ্জারের জন্য হাজারটা এক হাজার টোটো ঘুরছে। সেইগুলোকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি সকালে একটা এবং বিকেলে একটা শিফট তাহলে দেখা যাবে সকালবেলা ১০০ জন প্যাসেঞ্জারের জন্য ৫০০ টি অটো এবং বিকেল বেলা ১০০ টি প্যাসেঞ্জারের জন্য ৫০০ টুইট অটো চলাচল করে তাহলে একদিকে যেমন তাদের লসও হবেনা অন্যদিকে যানজটও কমবে। এর সঙ্গে সঙ্গে পরিবহন মন্ত্রী জানান যে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে একটি চিঠি লিখছি এই টোটো গুলির ব্যাপারে কারণ যেহেতু পরিবেশ বান্ধব গাড়ি র তার জন্য তাদের বহু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। কিন্তু যেভাবে প্রতিদিন হাজার হাজার টোটো নামছে তাতে কিন্তু রাস্তার ধারণ ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে।
একসময় দেখা যাবে রাস্তা দিয়ে কোন মানুষই আর হাঁটতে পারছেন না ।আমরা পরিবহন দপ্তর যখন কোন বাস অটোর জন্য বাস মিনিবাস ম্যাজিক এর জন্য পারমিট ইস্যু করে তখন আমরা রাস্তার ধারণের ক্ষমতা দেখে পারমিট দিই কিন্তু টোটোর এক্ষেত্রে কোন নিয়ম না থাকায় যথেচ্ছ ভাবে তারা রাস্তায় চলাচল করছে এতেই নিয়ন্ত্রণ আনতে হবে।। অন্যদিকে ন্যাশনাল হাইওয়েতে অটো টোটো চলাচল নিষিদ্ধ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা ব্যবস্থা নেয়া হয়েছে ইতিমধ্য অভিযান শুরু করেছে পুলিশ এবং টোটো অটো মোটর ভ্যান যেগুলি হাইওয়ে উপর দিয়ে যাচ্ছে সেগুলোকে আটক করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বেআইনি যে সমস্ত টোটো কারখানা গুলো গাড়ি তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে । অন্যদিকে এ ব্যাপারে হুগলি জেলা বিজেপির কর্ম সমিতির সদস্য পঙ্কজ রায় জানান আমরা সব সময় গরীব মানুষের পাশে আছি যদি কোন ভাবে দেখি যে গরিব টোটো চালকরা বঞ্চনার শিকার হচ্ছে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।