হাওড়া, ৯ সেপ্টেম্বর:- হাওড়া সিটি পুলিশের গোলাবাড়ি থানার উদ্যোগে শনিবার দুপুরে গোলাবাড়ি থানায় অনুষ্ঠিত হয় পরিবেশ দূষন রোধ সম্পর্কিত একটি কর্মশালা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ও সিটি পুলিশের আধিকারিকরা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। তাদের বৃক্ষরোপণ সহ একাধিক বিষয়ে পরিবেশ রক্ষা সম্পর্কে আলোকপাত করা হয়। এদিন গোলাবাড়ি থানার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। হাওড়া সিটি পুলিশের ‘ফিরে পাওয়া’ প্রকল্পে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোন আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পরিবেশ দপ্তর হাওড়া সিটি পুলিশকে ড্রোন দিয়েছে। এই প্রসঙ্গে এদিন হাওড়ার নগরপাল প্রবীণ কুমার ত্রিপাঠী সাংবাদিকদের বলেন, ড্রোনের মাধ্যমে আমরা উপর থেকে নজরে রাখতে পারব কোথায় আবর্জনা জমা করা রয়েছে। ওখান থেকে গন্ধ ছড়ালে যদি কোনও দূষণ হয় সেটা আমরা নজরে রাখতে পারব। এছাড়া যেখানে আবর্জনা জমা করে রাখা হচ্ছে বা প্লাস্টিক জাতীয় কিছু জমা করা হচ্ছে যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক এটা আমরা চিহ্নিত করতে পারব। প্রথমে মানুষকে সচেতন করা হবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এটা করে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারজন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আমাদেরকে ড্রোন দিয়েছেন এবং টিম প্রোভাইড করেছেন। আমরা যৌথভাবে কাজ শুরু করেছি। উল্লেখ্য এদিন নগরপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।