তরুণ মুখোপাধ্যায়, ৯ সেপ্টেম্বর:- সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে যজ্ঞ চলছে তা যাতে আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তার জন্য শনিবার বৈদ্যবাটি পুরসভার পৌরপ্রধান উপ পৌরপ্রধান পৌরপ্রধান পারিষদ সহ সমস্ত পুর সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা করলেন শ্রীরামপুরের জনপ্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পৌর এলাকার সমস্ত মানুষের উন্নয়নের স্বার্থে যাতে সব মানুষেরই রাজ্য সরকারের উন্নয়নের জোয়ারে সামিল হওয়া যায় তার জন্য আহ্বান জানানো হলো।
পুর পরিষেবা সহ মানুষের পাশে কিভাবে পুরসভা দাঁড়াবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। বৈদ্যবাটি পুরসভায় অনুষ্ঠিত এই সভায় সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, পুরপ্রধান পিন্টু মাহাতো, উপপ্রধান শান্তনু দত্ত, চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ পুর সদস্য প্রবীর পাল সহ পুরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ।