এই মুহূর্তে জেলা

যতই টিভিতে রাম নাম দেখাক মমতার নাম মুছবে না – ফিরহাদ হাকিম।

সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- কি করেছো এতো অসম্মানিত বোধ করেছো ? হঠাৎ মনে হলো সম্মান পাচ্ছি না। অসম্মান পাচ্ছি। এই যে আমি ববি হাকিম হঠাৎ করে ভোটের আগে সম্মান পাচ্ছি না বলে বলি, আমি অসম্মান পাচ্ছি। তাহলে আপনারা কি বলবেন ? মাল পাওনি বলে আজকে অসম্মতি হয়েছো, কি ছিলে বাবা ? আর কি পেয়েছো ? যে হঠাৎ করে অসম্মতি হয়েছো। রাজনীতি করতে এসেছি আমার সম্মান অসম্মনের জন্য নয়। রাজনীতি করতে এসেছি মানুষের জন্য। মমতা বন্ধোপাধ্যায় সম্মান দিয়েছিলো বলেই রাজনীতি করছি, তার সম্মানে আমি সম্মানিত হবো। আপনাদের সম্মানেই সম্মানিত হবো। বাংলার মানুষ সম্মান পেয়েছে। টিভিতে দেখছো জয় শ্রীরাম, আর ভাবছো ? মমতার নাম মানুষের বুকে লেখা আছে। যতই টিভিতে রাম নাম দেখাক মমতার নাম মুছবে না। সোমবার সন্ধ্যায় জল প্রকল্পের শিলান্যাসে এসে প্রবীর ঘোষাল এর নাম না করে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম।