হুগলি, ৮ সেপ্টেম্বর:- বিধায়কদের বেতন বৃদ্ধি এবং ২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস বদলে দেওয়ার প্রতিবাদে চুঁচুড়ার পিঁপুলপাতি মোর স্বামী বিবেকানন্দের পাদদেশ অবস্থানে বসলো জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ঘড়ামীর নেতৃত্বে নেতা কর্মীরা সকাল ১১টায়। এদিন এই অবস্থানে সামিন হয় হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য নেতৃত্বরা।
প্রায় ঘন্টাখানিক অবস্থান চলায় রাস্তা ঘাট অবরুদ্ধ হয়ে পর। এর পর চন্দননগর কমিশনারের নেতৃত্বে বিশাল পুলিশ এসে অবস্থান তুলে দেওয়ার চেষ্টা করলে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তা ধস্তি শুরু হয়। অবশেষে পুলিশকে পিছু হাটতে হয়। পরবর্তীকালে বিজেপির নেতাকর্মীরা নির্ধারিত সময়ে অবস্থান বিক্ষোভ সমাপ্ত করে।